১ এপ্রিল, ২০২২ ১৫:১৭

রড দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, পায়ে ধরেও রক্ষা করতে পারেননি স্ত্রী!

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রড দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, পায়ে ধরেও রক্ষা করতে পারেননি স্ত্রী!

গ্রেফতার ওমর ফারুক ও আব্দুল আলী

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন। তাকে পেটানোর সময় তার স্ত্রী হামলাকারীদের পায়ে ধরেও মারধর থেকে রক্ষা করতে পারেননি। ইতোমধ্য মারধরের সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় দায়ের হত্যা মামলার প্রধান দুই আসামিকে আজ ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার দুজন হলেন ওমর ফারুক (৪৬) ও আব্দুল আলী (৬০)। 

শুক্রবার বেলা বেলা ১১টায় আদমজীতে র‍্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‍্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতার দুই আসামিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

গত ২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেন হত্যাকাণ্ড হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতার আসমি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে গত ২১ মার্চ এই দুইজনসহ আরও ৩০-৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙে দেন। সেইসঙ্গে ধারালো চাকু দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ  

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর