৭ এপ্রিল, ২০২২ ১৬:৩১

প্রিজন ভ্যানে হামলা : বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

প্রিজন ভ্যানে হামলা : বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বুধবার মতিঝিল থেকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়

রাজধানীতে গ্রেফতার বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ‘ছিনিয়ে নিতে’ পুলিশের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় গ্রেফতার বিএনপির ১৮ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়। তখন তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছিলেন। ২০২০ সালে  গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 

এ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এরপর আদালত থেকে ইশরাককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে রায়সাহেব বাজার মোড়ে প্রিজনভ্যানে হামলার ঘটনা ঘটে। তখন সংঘর্ষে পুলিশসসহ বেশ কয়েকজন আহত হন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর