১৭ এপ্রিল, ২০২২ ১৩:২৫

মতিন খসরু’র স্মরণে বুড়িচং উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

মতিন খসরু’র স্মরণে বুড়িচং উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি ও শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ইউনূসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুড়িচং উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান। সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসপি মিজানুর রহমান শেলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ, সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়া, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক ডিজি মেজর জেনারেল অব. মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রকৌশলী আবদুল মালিক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সরকারের উপ-সচিব ও অধ্যাপক মো. ইউনূসের ছেলে বদরুল হাসান লিটন, এমপি কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি ও বুড়িচং ব্রাহ্মণপাড়া পেশাজীবী কল্যাণ সমিতির সভাপতি মাহবূব হোসেন প্রমুখ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় ও প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল অদুদ-এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় দুনেতার স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান, অর্থ সম্পাদক লায়ন মোস্তফা, সাভার সরকারি কলেজের প্রিন্সিপাল ইমরুল হাসান, সিপিবির পলিটব্যুরো সদস্য আবদুল্লাহেল কাফী রতন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন, মো. দিদারুল আলম, নাসরিন সুলতানা, সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট শামীম খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শরীফ খান, অ্যাডভোকেট আতিকুর রহমান খান, সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট জাহেদুল আলম জাহিদ, মো. সাইফুল ইসলাম, কমিটির সদস্য শামসুল হক ভুইয়া, তৌহিদুল ইসলাম, রাশেদ আল ছোবহান, মো. শাহজালাল, আবু কাউসার, সাইফুল ইসলাম, এডভোকেট মো. সোহাগ, হাসানুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভুইয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন ভুইয়া, সাইফুল ইসলাম ও কামাল হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে সংসদ সদস্য আবুল হাসেম খান বলেন, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং অধ্যাপক মো. ইউনূস মানুষের জন্য রাজনীতি করতেন। মানুষের কল্যাণে রাজনীতি করতেন। জাতীয় ক্ষেত্রে তাদের অবদান তুলে ধরে তিনি বলেন, তারা ভোগের রাজনীতি করতেন না। কখনো কারোর জন্য ক্ষতিকর কোনো কিছু করতেন না। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর