২০ এপ্রিল, ২০২২ ১৯:০৩

হিমাগারে পচে গেছে কৃষকের শত কোটি টাকার আলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হিমাগারে পচে গেছে কৃষকের শত কোটি টাকার আলু

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় ‘আমান কোল্ড স্টোরে’ পচে গেছে কৃষকের শত কোটি টাকার আলু। এ নিয়ে সকাল থেকে শতাধিক কৃষক ও আলু চাষি স্টোরের সামনে অবস্থান নিয়েছেন। তারা ক্ষতিপূরণের দাবিতে সেখানে অবস্থান করছেন। অন্যদিকে পচা আলুগুলো স্টোর থেকে বের বাইরে ফেলে দিচ্ছে স্টোর কর্তৃপক্ষ।

আলু চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, স্টোরের গ্যাস মেশিন খারাপ থাকার পরেও লাখ লাখ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছে। ফলে স্বল্প গ্যাসের কারণে আলুগুলো এখন পচে গেছে। প্রায় নব্বই ভাগ আলু পচে গেছে। যেগুলো পচতে বাকি আছে, সেগুলোও বাজারমূল্য পাওয়া যাবে না। কারণ ওই আলুগুলোও গন্ধ হয়ে গেছে। এ অবস্থায় কৃষকদের অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

আলু ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘আমি ৭ হাজার বস্তা আলু রেখেছিলাম কয়দিন আগে। এখন জানতে পারছি আমার সব আলু পচে গেছে। এতে আমার প্রায় কোটি টাকা লোকসান হবে।’ তিনি আরও বলেন, এক বস্তা আলুর খরচ পড়েছে এবার ১২০০ টাকা করে। সেই হিসেবে ৭ হাজার বস্তা আলুর দাম পড়েছে ৮৪ লাখ টাকা। আলু বিক্রি করে অন্তত এক কোটি টাকা দাম পাওয়া যেতো। রানা সর্দার নামের এক ব্যবসায়ী বলেন, ‘৫৭ বস্তা আলু এখানে রেখেছিলাম। এগুলো সব পঁচে গেছে।’

হিমাগারের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ‘আলু নানা কারণেই পঁচতে পারে। আলুর মান খারাপ হলেও পঁচে যায়। কেন পঁচেছে তা জানি না। কী পরিমাণ পঁচেছে সে হিসাবও করা হয়নি।’ চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মালিকের এটা একদিনের ব্যবসা না। কীভাবে কী করা যায় তা দেখছি।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর