১০ মে, ২০২২ ১৭:০২

অতিরিক্ত দামে তেল বিক্রি, ন্যায্যমূল্যে বিক্রি করতে বাধ্য করলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অতিরিক্ত দামে তেল বিক্রি, ন্যায্যমূল্যে বিক্রি করতে বাধ্য করলো প্রশাসন

বরিশালে বোতলের গায়ে লেখা পূর্বের দামে সয়াবিন তেল বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সাগরদী বাজারে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযান চলাকালে সাগরদী বাজারের কবির স্টোরে বেশ কয়েক বোতল সয়াবিন তেল পাওয়া যায়। দোকান মালিক কবির হোসেন ২০০ টাকা লিটার দরে ওই তেল বিক্রি করছিলেন। অথচ ওইসব তেলের বোতলের গায়ে পূর্বের ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা লিটার দাম লেখা ছিল। 

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং তাৎক্ষণিক পূর্বের দামেরে সয়াবিন তেল বিক্রি করতে বাধ্য করে। এ সময় পূর্বের দামে তেল কিনে নেয় ক্রেতারা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর