১ জুলাই, ২০২২ ১৬:০৮

তিন দশক পার করলো আরএমপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তিন দশক পার করলো আরএমপি

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়

নানা আয়োজনে রাজশাহী মহানগর পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যসহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশগ্রহণ করে। পরে পুলিশ লাইনে রক্তদান, বৃক্ষরোপণ ও অনাবাদি জমিতে সবজি চাষ উদ্বোধন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ প্রধান।

এ সময় রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) আবু হাসান মোহম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৯২ সালের ১ জুলাই রাজশাহী মহানগর পুলিশের যাত্রা শুরু হয়। প্রথমে বোয়ালিয়া, রাজপাড়া, শাহ মখদুম ও মতিহার থানা নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ১২টি থানা আছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর