১০ জুলাই, ২০২২ ২০:০৫

বিদ্যুৎ সাশ্রয়ী হতে সড়ক বাতি কমিয়ে আনার সিদ্ধান্ত রাসিকের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিদ্যুৎ সাশ্রয়ী হতে সড়ক বাতি কমিয়ে আনার সিদ্ধান্ত রাসিকের

বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে রাত ১২টার পর থেকে রাজশাহী মহানগরীর সড়ক বাতি ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, সড়ক আলোকায়নে সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা হয়েছে এভাবে যে, রাত বারোটা একটার পর পঞ্চাশ শতাংশ লাইট কমিয়ে দেওয়া হবে। এবং রাত তিনটা, চারটার দিকে আলো আরও কমিয়ে দিয়ে মোটামুটি বলা যেতে পারে এখন যা বিদ্যুৎ আমরা ব্যবহার করছি এর চার ভাগের এক ভাগে এক মাসের মধ্যে কমে আসবে।

রবিবার বিকালে রাজশাহী মহানগরীতে কোরবানি দেয়া পশুর বর্জ্য অপসারণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিদ্যুৎ সাশ্রয়ী এই পরিকল্পনার কথা জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর