২৯ জুলাই, ২০২২ ১৩:২৭

‘সড়কে ভোগান্তি দিন দিন বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক

‘সড়কে ভোগান্তি দিন দিন বাড়ছে’

সাম্প্রতিক সময়ে এদেশে সড়ক দুর্ঘটনার হার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে এবং সেসব দুর্ঘটনায় অনেক মানুষের জীবনের সমাপ্তি চলে আসছে, কেউ কেউ আহত হয়ে পঙ্গু অবস্থায় হাসপাতালের বেডে কাটাচ্ছে কষ্টের জীবন। দেশের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা। এ সমস্যা থেকে উত্তরণ এখন সময়ের দাবি বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল।

শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সরকার ভুরি ভুরি উন্নয়নের গাল গল্প প্রচার করলেও জনগণের কাছে এর কোন সুফলই পৌঁছায়নি। সড়ক যোগাযোগ খাতে অবকাঠামো অনেক উন্নয়নের কথা বলা হলেও মানুষের ভোগান্তি দিনকে দিন বাড়ছে। সড়কে শৃঙ্খলা ও সুশাসনের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ধ্বংস হচ্ছে হাজার হাজার পরিবারের সম্ভাবনা। 

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারকে আজ দেখতে এসে তিনি এসব কথা বলেন। গেল ২৫ জুলাই সোমবার রাত সাড়ে ১১টায় সাইন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, সম্পাদক জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর