২২ আগস্ট, ২০২২ ১৭:২৮

থানা হেফাজতে মৃত্যু: সুমন শেখের মরদেহ বুঝে নিলেন বাবা

অনলাইন ডেস্ক

থানা হেফাজতে মৃত্যু: সুমন শেখের মরদেহ বুঝে নিলেন বাবা

সুমন শেখ

রাজধানীর হাতিরঝিল থানায় মারা যাওয়া সুমন শেখের (২৫) মৃতদেহ দাফনের জন্য নিয়ে গেছে স্বজনরা।

সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গ থেকে সুমন শেখের পিতা ছেলের লাশ গ্রহণ করে দাফনের জন্য নিয়ে যান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

এর আগে মামলা না করে স্বামীর মরদেহ নেবেন না বলে দাবি করেন তার স্ত্রী জান্নাত আক্তার। 

গত শুক্রবার (১৯ আগস্ট) ময়নাতদন্তের পরে পরিবারের লোকজন লাশ নিতে অপারগতা প্রকাশ করলে লাশ মর্গের ফ্রিজে রাখা হয়। তিনদিন পরে সুমন শেখের লাশ নিয়ম অনুযায়ী মর্গ থেকে দিয়ে দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাতিরঝিল থানা হাজতে সুমন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে সুমনকে মারধর করে হত্যার অভিযোগ করা হয়েছে।

পরে এ ঘটনায় হাতিরঝিল থানার এসআই হেমায়েত হোসেন ও কনস্টেবল মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ৫৩ লাখ টাকা চুরির একটি মামলার আসামি ছিলেন সুমন। তাকে শুক্রবার বিকেলে ওই মামলায় গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়। পরে তিনি হাজতে নিজের পরনে থাকা ট্রাউজার দিয়ে আত্মহত্যা করেন।

হত্যার অভিযোগের বিষয়ে ডিসি আজিমুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর