২৯ আগস্ট, ২০২২ ২৩:২৭

বাসভাড়া কমানো নিয়ে যা বললেন পরিবহন মালিক সমিতির নেতা

অনলাইন ডেস্ক

বাসভাড়া কমানো নিয়ে যা বললেন পরিবহন মালিক সমিতির নেতা

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। ফাইল ছবি

দেশের বাজারে ডিজেল-পেট্রোল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বাসভাড়াও কমানো হবে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‌‘সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানো হয়েছিল। এখন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা। তাই বাসভাড়াও কমাতে পরিবহন মালিকদের আপত্তি নেই। এ নিয়ে শিগগির বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে। ভাড়া কমাতে আমাদের  আপত্তি নেই।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর