৫ সেপ্টেম্বর, ২০২২ ১৮:৫৬

বদরগঞ্জে ৪ সার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বদরগঞ্জে ৪ সার ব্যবসায়ীকে জরিমানা

বদরগঞ্জে সার ও কীটনাশকের দোকানে জরিমানা করা হয়েছে। সার বিক্রির সময় ক্যাশ মেমো না দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে রাখার দায়ে চার ব্যবসায়ীর ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে রংপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন অভিযান চালিয়ে ওই জরিমানা করেন। তাকে সহযোগিতা করেন বদরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায়।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেঝেতে সার রাখার দায়ে বিসিআইসি সার ডিলার রঞ্জিত কুমারের তিন হাজার, বাইর থেকে টিএসপি সার কিনে আনার ক্যাশ মেমো দেখাতে না পারায় মোর্শেদ সার বিতানের স্বত্বাধিকারী ইমান আলীর চার হাজার ৫০০, সার বিক্রির সময় মেমো না দেওয়ার অভিযোগে সততা সার বিতানের স্বত্বাধিকারী আব্দুল করিমের সাত হাজার এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে সততা সার বিতানের স্বত্বাধিকারী শাহীন আলীর দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর