২০ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২৩

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সঙ্গে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সঙ্গে বিএমপি কমিশনারের মতবিনিময় সভা

রোগীদের সাথে অমানবিক কাজ করা থেকে বিরত থাকার জন্য বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের প্রতি আহবান জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার বরিশাল পুলিশ লাইনের ড্রিলশেডে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের সাথে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আরও বলেন, প্রতিষ্ঠানের কেউ দালাল সেঁজে সেবাপ্রত্যাশী ব্যক্তিদের হয়রানী করলে অভিযুক্ত কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে নবায়ন করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। প্রতিটি সেন্টারে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। কাংখিত সেবায় ব্যতয় হলে পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি। 

এ সময় বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা পুলিশ কমিশনারের কাছে নানা মতামত তুলে ধরেন। 

বিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. রাসেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মনিরুজ্জামান শাহীন, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বিএমপির উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ও খান মুহাম্মদ আবু নাসের, ডায়াগনস্টিক ব্যবসায়ী কাজী মফিজুল ইসলাম সহ বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকগন উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর