২০ অক্টোবর, ২০২২ ১৪:৩৭

৬ দাবি ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের

অনলাইন ডেস্ক

৬ দাবি ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চাকরিচ্যুত কর্মীরা। অবিলম্বে চাকরিতে পুনর্বহালসহ ৬ দফা দাবিও জানিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

পরিচ্ছন্নতাকর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পরিচ্ছন্নতা কর্মীদের অবসরে যাওয়ার সাথে সাথে পোষ্য কোঠায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দিতে হবে, কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে সরকারি বিধি মোতাবেক ৮ লাখ টাকা দিতে হবে, ঠিকা ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের ও অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে কর্মচ্যুতির আদেশ বাতিল করতে হবে। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ চন্দ্র দাস। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাড. উৎপল বিশ্বাস, মঞ্জুর হোসেন ঈসা, শ্রীমান কাইজুল, মো. আলী সোহরাব প্রমুখ।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর