২৬ অক্টোবর, ২০২২ ১৭:৫৫

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

রাজশাহীতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ অক্টোবর) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা শিক্ষা কর্মকর্তা, উন্নয়নকর্মী, পানিতে ডুবে মৃত শিশুর অভিভাবকরা অংশ নেন। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক আসাবুল হক, এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম।

কর্মশালায় জানানো হয়, প্রতিদিন গড়ে ৫০ জনের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এর মধ্যে ১-৫ বছরের শিশু বেশি। এসেডো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে কর্মশালার আয়োজন করে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর