৩ নভেম্বর, ২০২২ ১৩:৩৯

ঢাকায় ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি হবে: ডিএনসিসি মেয়র

অনলাইন ডেস্ক

ঢাকায় ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি হবে: ডিএনসিসি মেয়র

আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের আশপাশে ৫৪টি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে। আর মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল হবে জেনারেল হাসপাতাল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদানে হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আতিকুল বলেন, ছোটখাটো সমস্যার সমাধান ক্লিনিকগুলোতেই হবে। জরুরি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে। আমরা এভাবেই একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করেছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

এডিস মশা দিন দিন বেড়ে যাওয়ার প্রসঙ্গে মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ও সিত্রাংয়ের ফলে এডিস মশা বেড়ে গেছে। এখন সারা বছরব্যাপী এ সমস্যা দেখা যাচ্ছে। আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এমনকি জনসচেতনতা তৈরিতে মতবিনিময় সভাও অব্যাহত রাখছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর