১৫ নভেম্বর, ২০২২ ১৩:৪৩

ডেলিভারি এজেন্টদের দক্ষতা বাড়াতে কর্মশালা

অনলাইন ডেস্ক

ডেলিভারি এজেন্টদের দক্ষতা বাড়াতে কর্মশালা

জেসিআই বাংলাদেশের লোকাল অর্গানাইজেশন জেসিআই ঢাকা ইউনাইটেড কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা “ইওটিও - ইচ ওয়ান টিচ ওয়ান ১.০” অনুষ্ঠিত হয়েছে। ই-কুরিয়ার এবং রাইজারনেক্সট এর সহযোগিতায় ১৩ নভেম্বর এই কর্মশালার আয়োজন করা হয়। এর মাধ্যমে ১৭জন পণ্য ডেলিভারি এজেন্টদের কর্মক্ষেত্রে ব্যবহার্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয় এবং সনদ বিতরণ করা হয়।

প্রকল্প প্রধান, জেসিআই ঢাকা ইউনাইটেডের ডিরেক্টর ফারহানা মাখনুন সাবা বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে এ প্রশিক্ষণ এজেন্টদের ভাষাগত  প্রতিবন্ধকতা দূর করে সহজ ও সাবলীলভাবে কর্ম পরিচালনা করতে সহযোগিতা করবে। 

জেসিআই ঢাকা ইউনাইটেড এর প্রেসিডেন্ট মো. এজাজুল হাসান খান বলেন, এই প্রশিক্ষণ প্রকল্পের প্রধান উদ্দেশ্য ডেলিভারি রাইডারদের ভাষাগত দক্ষতা অর্জন ও ভিন্ন দেশের নাগরিকদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখা।

সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহি বি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিপ্লব ঘোষ রাহুল, সিইও ই-কুরিয়ার, সাকিফ আহমেদ, সিইও ইনফোলিংক, ডিরেক্টর আই এসপিবি। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর