১৬ ডিসেম্বর, ২০২২ ২৩:৩০

আইডিইবির সভাপতি এনামুর, সম্পাদক আব্দুল হক

অনলাইন ডেস্ক

আইডিইবির সভাপতি এনামুর, সম্পাদক আব্দুল হক

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবির ৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদ সদস্য এনামুর রহমানকে সভাপতি ও আব্দুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে সর্বস্থরের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন কমিটিতে রয়েছেন- সভাপতি এনামুর রহমান, সহ-সভাপতি এবিএম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হক, অর্থ সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য পদে রয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক।

নানান অনিয়ম ও অনৈতিকতার প্রেক্ষিতে হাইকোর্ট আইডিইবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর ফলে সৃষ্ট অচলাবস্থা দূর করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পরিষদের সদস্যদের অংশগ্রহণে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন কমিটি। 

এ কমিটি স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়নের করে ২০২৩-২০২৫ টার্মের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর করবে। এছাড়া অন্তর্বর্তীকালীন কমিটি আইডিইবির সব প্রশাসনিক ও আর্থিক দ্বায়িত্ব পালন করবে।

নতুন কমিটি নিরপেক্ষ লোকজন নিয়ে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের আত্মমর্যাদা আর আত্মনির্ভরশীলতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বিলুপ্ত কমিটির হামিদ-শামসুর প্যানেলের অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রূখতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আইডিইবির অচালবস্থা কাটাতে কমিটি করার উদ্যোগ নেয় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর