১২ জানুয়ারি, ২০২৩ ১৯:০৪

মুসল্লির ঢল টঙ্গীমুখী, শুক্রবার ফজর নামাজের পর ইজতেমা শুরু

আফজাল, টঙ্গী প্রতিনিধি

মুসল্লির ঢল টঙ্গীমুখী, শুক্রবার ফজর নামাজের পর ইজতেমা শুরু

মুসল্লির ঢল

রাজধানীর সন্নিকটে টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে মানুষের ঢল। শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ-জামাতের বার্ষিক মহাসম্মেলন। 

এবার ৫৬তম বিশ্ব ইজতেমা। গত বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে প্রবেশ শুরু করেন এবং জেলাওয়ারি নিজ নিজ খিত্তায় (নির্ধারিত জায়গা) অবস্থন নেন। অনেকেই ময়দানে জায়গা না পেয়ে ময়দানের বাইরে অবস্থান করছেন। 

আগত মুসল্লিদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার বাদ জোহর বয়ান করেন বাংলাদেশি মাওলানা রবিউল হক। বাদ আসর বয়ান করেন মাওলানা ফারুক, বাদ মাগবির বয়ান করেন মাওলানা ইব্রাহিম। 

মুসল্লিদের ঢল এখনো টঙ্গীমুখী। যারা ময়দানে জায়গা পাচ্ছেন না, তারা ময়দানের বাইরে রাস্তায় ফুটপাতে তাবু টানিয়ে অবস্থান নিচ্ছেন। ময়দানে জায়গা না পেয়ে অনেকই দুর্ভোগের শিকার হচ্ছেন। 

আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব। এরপর ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ২২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার উভয় পর্ব। ইজতেমা উপলক্ষে প্রায় ১০ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। 

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন: 

ইজতেমা উপলক্ষে ময়দানের উত্তর পাশে অলম্পিয়া মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিনামূলে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে হামদর্দ, ইবনে সিনা, গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 
 
ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, গতকাল পর্যন্ত তিন হাজার বিদেশি মুসল্লি ময়দানে প্রবেশ করেছেন। অনেকে এখনো পথে রয়েছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত বিদেশি মুসল্লি আসতে থাকবেন।

গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, বিশ্বখ্যাত এই ধর্মীয় ইবাদত অনুষ্ঠানে আগত মুসল্লিদের যাতায়াত, থাকা-খাওয়া, পানি ও নিরাপত্তাসহ যাবতীয় বিষয়ে সুশৃঙ্খল রাখতে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর