৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৫৪

‘নাটোরের কাঁচা গোল্লা’ তৈরি হতো টঙ্গীতে

টঙ্গী প্রতিনিধি

‘নাটোরের কাঁচা গোল্লা’ তৈরি হতো টঙ্গীতে

ভেজাল খাদ্য ৩২৫ কেজি ‘নাটোরের কাঁচা গোল্লা’ ও কথিত চকলেটসহ গ্রেফতার বেলায়েত হোসেন

গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ৩২৫ কেজি ‘নাটোরের কাঁচা গোল্লা’ ও কথিত চকলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃত বেলায়েত হোসেন (২৬) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে। 

মধ্য আরিচপুরের ইউসুফ মিয়ার বাসার নিচ তলায় একটি রুম ভাড়া নিয়ে এসব ভেজার খাদ্য প্রস্তুত ও বাজারজাত করা হতো। শুক্রবার দুপুর ১২টায় টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি দক্ষিণ বিভাগের কর্মকর্তারা। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মধ্য আরিচপুরের জনৈক ইউসুফ মিয়ার বাসার নিচ তলায় অভিযান চালায় পুলিশের একটি টিম। এসময় ৩২৫ কজি ভেজাল খাদ্য (কথিত চকলেট ও নাটোরের কাঁচা গোল্লা) জব্দ এবং ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার দায়ে ওই বাসা থেকে বেলায়েতকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বেলায়েত ঢাকার সাভার এলাকা থেকে এসব ভেজাল খাদ্যদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশপাশ এলাকায় বাজারজাত করে আসছিল। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর