৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৭

ঢাকা মেডিকেলে এসি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেলে এসি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় এসি বিস্ফোরণের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডের জেনারেল মো. নাজমুল হকের স্বাক্ষর করা এক আদেশে এই তিন সদস্যের এই কমিটির কথা জানানো হয়। 

আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. খালেকুজ্জামানকে প্রধান করা হয়েছে। এছাড়া ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফুন নাহারকে সদস্যসচিব ও ঢামেক হাসপাতাল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) মোহাম্মদ শামসুল আরেফিনকে সদস্য করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢামেক হাসপাতালের নতুন ভবনের নেফ্রোলজি বিভাগে রবিবার দুপুর পৌনে ২টার দিকে এসি বিস্ফোরণ হয় ও এ ঘটনায় আগুন লেগে যায়। পরে ঢামেকের ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর