২২ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৫৫

রাজধানীতে র‍্যাবের জালে প্রতারক 'ডলার নাহিদ'

অনলাইন ডেস্ক

রাজধানীতে র‍্যাবের জালে প্রতারক 'ডলার নাহিদ'

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

আটক এ প্রতাকের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে তল্লাশি, শ্লীলতাহানি, লুটের অভিযোগ রয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আটক আসামি আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ প্রতারক চক্রের হোতা। তিনি সুনামগঞ্জ সদরের নারায়ণতলা গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে তল্লাশি, শ্লীলতাহানি, লুটের চেষ্টাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া পরিচয়ে অভিযানের নামে অর্থ ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ রয়েছে।  

তিনি আরও বলেন, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর