২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩২

বিষাক্ত জেলি পুশ, সাড়ে ৩ হাজার কেজি চিংড়ি জব্দ

অনলাইন ডেস্ক

বিষাক্ত জেলি পুশ, সাড়ে ৩ হাজার কেজি চিংড়ি জব্দ

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় ফতুল্লার পাগলা এলাকার কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্র জানায়, বিকেলে নারায়ণগঞ্জের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী তিনটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক সাড়ে তিন হাজার কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা খন্দকার মুনিফ তকি জানান, ঘটনাস্থলে মালিককে খুঁজে পাওয়া যায়নি। যে কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি পুশ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর