রংপুরের তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন দুই উপজেলাকে গৃহহীন মুক্ত হওয়ার ঘোষণাসহ আশ্রয়ণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। আগামী ২২ মার্চ সারা দেশের সাথে রংপুরের গৃহহীনদের ঘর ও জমি প্রদান করা হবে।
জেলা প্রশাসক জানান, রংপুরের ৮ উপজেলায় জমিসহ প্রথম ধাপে ১ হাজার ২৭৩টি, দ্বিতীয় ধাপে ৯৯১টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৯৯টি ঘর ভূমিহীন, গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। চতুর্থ ধাপে ৭৫৮টি ঘর আগামী ২২ মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ সেমিপাকা ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
এছাড়া রংপুর জেলায় আরও ৬৭৮টি ঘর নির্মাণ কাজ চলছে। রংপুর সিটি করপোরেশন ব্যতীত ৮ উপজেলায় ৪৮৭ জন গৃহহীন-ভূমিহীনদের জমিসহ ঘর প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম, সহকারী কমিশনার ফারহান লাবীব জিসানসহ অন্যরা।বিডি প্রতিদিন/এমআই