শিরোনাম
১৪ এপ্রিল, ২০২৩ ১২:১৯

রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রায় বর্ষবরণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন নগরীতে মঙ্গল শোভাযাত্রা বের করে। 

সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা নতুন বছর বরণের উৎসব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। 

বর্ষবরণ আয়োজন রাজশাহীর সাহিত্যপ্রেমী নান্দনিক সৃষ্টিশীল মানুষদের এক মিলনমেলা হয়ে ওঠে। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এ মূলমন্ত্রে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান।

জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এএনএম মঈনুল ইসলাম।

এর আগে নগরীর বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ পাঠাগারে গিয়ে শেষ হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর