১৪ এপ্রিল, ২০২৩ ২২:০১

‘আগামী নির্বাচনে এই সরকার থেকে হিসাব নেওয়া হবে’

এবি পার্টি আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন ও গণইফতারে বক্তারা

অনলাইন ডেস্ক

‘আগামী নির্বাচনে এই সরকার থেকে হিসাব নেওয়া হবে’

এবি পার্টি আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন ও গণইফতার

বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন ও গণ-ইফতার বিতরণ করেছে এবি পার্টি।  আজ বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় ৭১ চত্বরে এই বিতরণ করা হয়। 

এবি পার্টি সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম-সদস্য সচিব বিএম নাজমুল হক। অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন নেজামে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি ও রাজনীতিবিদ মাওলানা আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহকারী সদস্য সচিব ও এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আশরাফুল হক বলেন, ‘এবি পার্টি বাংলাদেশে একমাত্র দল যারা গণমানুষের জন্য মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করেছে, যা অন্য কোনো দল করে নাই। এর মাধ্যমে প্রমাণিত হয় এবি পার্টি সাধারণ খেটে খাওয়া মানুষের দল, তাই বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তেও তারা দেশের শত শত হতদরিদ্র অভাবী মানুষকে ভুলে যাননি। এবি পার্টি ছাড়া আর কেউ গণমানুষের অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা তুলতে পারে নাই। পহেলা বৈশাখের এই দিনে আমরা পান্তা-ইলিশের বদলে চাইল, ডাইল আর মাংসের স্বাধীনতা চাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে মানবাধিকারের সনদ চাই। একই সাথে আপনাদের সবাইকে এবি পার্টির সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।’

বিশেষ অতিথির বক্তব্যে এবিএম খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে রাস্তা করতে এত বেশি টাকা লাগে কেন? কেন আমাদের পার্শ্ববর্তী দেশে তারচেয়ে কম টাকায় উন্নতমানের রাস্তা হয় তা নিয়ে প্রশ্ন তুলতে হবে। কেন চিকিৎসা সেবার নামে হাসপাতালগুলোতে ডাকাতি হয় তা নিয়ে প্রশ্ন তুলতে হবে। নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়নের যে প্রত্যয় নিয়ে এবি পার্টি এগিয়ে যাচ্ছে আমরা আশা করি, আপনারা সেই পথে আমাদের সাথে এগিয়ে আসবেন।’

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, ‘বিপদে পড়লে, পুলিশের হেনস্তার শিকার হলে এবি পার্টির অফিস আপনাদের জন্য সবসময় খোলা। আমরা যা বলি তা বাস্তবায়ন করে দেখাব। কথায় নয় আমরা কাজে বিশ্বাসী, জনগণের সমস্যা সমাধান আমরা ক্ষমতায় গেলে করব শুধু তা নয়, আমরা আমাদের সাধ্যমতো প্রতিনিয়ত জনগণের পাশে দাঁড়াব। এবি পার্টি দিনমজুরের পার্টি, এবি পার্টি হকার আর শ্রমিকের পার্টি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই অবৈধ সরকার পালানোর পথ খুঁজে পাবে না। পহেলা বৈশাখে যেমন ব্যবসায়িক হিসাব হালনাগাদ করে শেষ করা হয়, আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র থেকে আমাদের দেনা-পাওনার হালখাতা ধরে এই সরকার থেকে হিসাব নেওয়া হবে। পাওনার চূড়ান্ত হিসাব অবৈধ সরকারের পতনের মধ্য দিয়ে নিষ্পত্তি করা হবে।’ 

আলোচনা শেষে নতুন বছর যেন শান্তি ও স্বচ্ছলতায় কাটে সেজন্য দেশবাসীর জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর