২৫ মে, ২০২৩ ১০:২১

আজমত উল্লার কেন্দ্রে শুরুতেই ইভিএমে ত্রুটি, ভোটারদের দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

আজমত উল্লার কেন্দ্রে শুরুতেই ইভিএমে ত্রুটি, ভোটারদের দীর্ঘ লাইন

গাজীপুর সিটির ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়। গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। 

তবে এ কেন্দ্রে সকাল ৮টা ৬ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হয়। মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়। দুই একজন ভোটার ভোট দেওয়ার পরপরই কেন্দ্রের ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন সাধারণ ভোটাররা।  

ভোটগ্রহণ শুরুর পরপরই ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ছিল। এতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের চাপ বাড়তে থাকে। সৃষ্টি হয় ভোগান্তি। টঙ্গীর দারুস সালাম মাদরাসা ভোট কেন্দ্রের ১ ও ২ নম্বর বুথে এই সমস্যা দেখা দেয়।  

ইভিএম মেশিন নষ্ট হওয়ার কারণ জানতে চাইলে ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গীর দারুস সালাম মাদরাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির হাসান তালুকদার জানান, সকালে ইভিএম মেশিনে ভোট সংগ্রহ শুরু হয়। একপর্যায়ে ভোটারের পায়ে লেগে মেশিন মাটিতে পড়ে যায়। এতে মেশিন আর কাজ করছিল না। তাই একটু সময় নিয়ে মেশিন বন্ধ করে পুনরায় চালু করা হয়।  

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর