১২ জুন, ২০২৩ ১৫:০১

‘ইভিএমে হাতপাখার ভোট নৌকায় যাওয়ার অভিযোগ সত্য নয়’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘ইভিএমে হাতপাখার ভোট নৌকায় যাওয়ার অভিযোগ সত্য নয়’

নির্বাচন নিয়ে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেছেন, ‘খুলনায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। কোথাও কাউকে ভোট দিতে বাধা প্রদানের খবর পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘আমি এ পর্যন্ত ৪০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন এজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’ 

আজ সোমবার দুপুর ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো লিখিত অভিযোগ নয়, তারপরও আমি সোর্স মারফত জানতে পেরেছি একজন মেয়র প্রার্থী অভিযোগ করছেন- একটি কেন্দ্রে হাতপাখা প্রতীকে ভোট দিলে নৌকায় চলে যাচ্ছে। আমি খবর পাওয়ার পর আমার কারিগরি টিম সেখানে পাঠিয়েছি কিন্তু অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’ 

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘দুপুর দেড়টা/দুইটা পর্যন্ত ৩০ থেকে ৩৫ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে। আমরা যেভাবে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি, সেটা বাস্তবে পূরণ হয়েছে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল খালিশপুরের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখার বাটনে চাপ দিলে স্ক্রিনে নৌকা প্রতীকে ভোট গৃহীত হওয়ার লেখা দেখাচ্ছে বলে অভিযোগ করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর