শিরোনাম
১৪ জুন, ২০২৩ ১২:৫৬

গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্য আটক

অনলাইন ডেস্ক

গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্য আটক

প্রতীকী ছবি

গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) । এ সময় তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট ও তিন প্যাকেট ক্রিম বিস্কুট জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন আবদুল মান্নান (২২), হাবিবুল্লাহ (৫৫) ও রেজাউল করিম (৩০)।  

বুধবার (১৪ জুন) র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহন বাসে ওঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন। কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিলেন। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর