১৯ জুন, ২০২৩ ১২:৫২

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুতে কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুতে কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের ভুলে চিকিৎসায় মা-সন্তানের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালটি উপ-পরিচালক ডা. এ টি এম নজরুল ইসালাম এ কথা জানান। 

সেই সঙ্গে ডাক্তার সংযুক্তা সাহার অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

গত শুক্রবার (৯ জুন) প্রসব বেদনা শুরু হয় আঁখির। সেই রাতেই ডেলিভারির জন্য ডা. সংযুক্তা সাহার অধীনে প্রসূতি আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করালে ডা. সংযুক্তা সাহার বদলে ডেলিভারি করতে যান ডা. মিলি।

ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করার পর বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে। এরপর গতকাল রবিবার দুপুরে মা আঁখিও মারা যান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর