২৫ জুন, ২০২৩ ১৭:৫২

বীজের মান পরীক্ষায় আইএসটিএ সনদ পেল লাল তীর

নিজস্ব প্রতিবেদক

বীজের মান পরীক্ষায় আইএসটিএ সনদ পেল লাল তীর

বিশ্বের সর্বোচ্চ বীজের মান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের (আইএসটিএ) স্বীকৃতি ও সনদ পেয়েছে লাল তীর সিড লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এমএনটি সিড টেস্টিং ল্যাবরেটরি। দেশের প্রথম কোনো বীজ পরীক্ষাগার এ সনদ পেল।

গত শুক্রবার গাজীপুরস্থ লালতীর বীজ গবেষণা ও উন্নয়ন লিমিটেডের ল্যাবরেটরি মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়।

এসময় লাল তীর সিড লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছাড়াও লাল তীরের এমডি মাহাবুব আনাম, জেনারেল ম্যানেজার ড. আব্দুর রশিদসহ কোম্পানির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর