২৬ জুন, ২০২৩ ২১:৪৮

নির্বাচিত হলে সকলের জন্য কাজ করব : মোহাম্মদ এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত হলে সকলের জন্য কাজ করব : মোহাম্মদ এ আরাফাত

বক্তব্য দিচ্ছেন অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত সোমবার বিকালে এরশাদ স্কুল মাঠ (কড়াইল) ও ভাষানটেকে পৃথক দুটি নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

জনসভায় অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোলমডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান এবং ইতোমধ্যে তার সুফল আমরা ভোগ করছি। নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। ঢাকা ১৭- আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছেন। আগামী উপ-নির্বাচনে আমি বিজয়ী হলে ঢাকা-১৭ আসনের সর্বস্তরের জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করব।’

তিনি বলেন, ‘এই আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। কিন্তু দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে একজনকে দায়িত্ব দিয়েছেন এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আগামী দিনগুলোতে আমার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আমি আপনাদেরই লোক।’

মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, ‘আমি জননেত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্বগুলো পালনের চেষ্টা করব। দীর্ঘ ২০ বছরের অধিক সময় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি ছিলেন না। এর আগে ফারুক সাহেব ছিলেন, তবে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় ঢাকা-১৭ আসনের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়নি। কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে সমর্থন দেন আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে আপনাদের অসুবিধাগুলো আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। এটা একটা বড় চ্যালেঞ্জ, গোটা বিশ্বকে আমরা ঢাকা-১৭ আসনের নির্বাচনের মধ্য দিয়ে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দেয়। আমাকে ভোট দেন বা না দেন, দলমত নির্বিশেষে আমি সবার সেবা করে যাব।’

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ সকল নেতৃবৃন্দ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর