২৯ জুন, ২০২৩ ১৮:০৬

ঢাকা উত্তর সিটির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা উত্তর সিটির ১৩ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩টি ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, আজ বিকাল সাড়ে ৪টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।

তিনি আরও জানান, বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটির ১০ (১ম), ৫৩ (২য়), ৩৮ (৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর