শিরোনাম
৪ জুলাই, ২০২৩ ২০:৩৫

বরিশালে বিভিন্ন দাবিতে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিভিন্ন দাবিতে ব্যাটারি
চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ

বিআরটিএ থেকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স প্রদান, নগরীর রূপাতলী বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ, অযৌক্তিক মামলা-নির্যাতন-হয়রানী বন্ধ ও ট্রাফিক মামলার জরিমানা অনধিক ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর রূপাতলী বাসটার্মিনালের মাওলানা ভাসানী সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগ্রাম পরিষদের রূপাতলী শাখা সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, কালাম হোসেন মো. মিরাজ।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর