৬ জুলাই, ২০২৩ ১৮:৩৪

পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু করল ঢাকা দক্ষিণ সিটি

অনলাইন ডেস্ক

পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স চালু করল ঢাকা দক্ষিণ সিটি

পাঁচ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগে ট্রেড লাইসেন্সের মেয়াদ ছিল এক বছর।

বৃহস্পতিবার বিকালে ঢাকা চেম্বার অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 'ট্রেড লাইসেন্স সার্ভিস বুথ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস এ ঘোষণা দেন।

ঢাকা চেম্বার ভবনের অডিটোরিয়ামে দুই সপ্তাহের জন্য 'ট্রেড লাইসেন্স সার্ভিস বুথ' স্থাপন করেছে ডিসিসিআই।

বর্তমানে ব্যবসায়ীরা নতুন ইস্যু করা ট্রেড লাইসেন্সের জন্য এক বছরের বৈধতা পান। মেয়াদ শেষে প্রতিবার এক বছরের জন্য লাইসেন্স নবায়ন করা যায়।

নতুন ব্যবস্থায় বাড়তি ফি দিয়ে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে পাঁচ বছরের মেয়াদ পাওয়া যাবে।

অনুষ্ঠানে তাপস বলেন, ডিসিসিআই-এর সদস্য ছাড়াও ঢাকা দক্ষিণের যেকোনো ব্যবসায়ী বুথ থেকে ট্রেড-লাইসেন্স সংক্রান্ত সেবা নিতে পারবেন। ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে ধীরে ধীরে এ ধরনের ওয়ান স্টপ সার্ভিস বুথের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, সরকারি ছুটির দিন বাদে ২০ জুলাই পর্যন্ত এই সেবা দেওয়া হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর