১০ জুলাই, ২০২৩ ২০:০৬

ভার্চুয়ালি দেখা যাবে আজিমপুর কবরস্থান

অনলাইন ডেস্ক

ভার্চুয়ালি দেখা যাবে আজিমপুর কবরস্থান

সংগৃহীত ছবি

আজিমপুর কবরস্থান এখন থেকে ভার্চুয়াল ভ্রমণ করা যাবে। একই সাথে দাফনকৃতদের তথ্যভাণ্ডারও পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। এ ওয়েবসাইট ব্যবস্থাপনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল। 

আজ সোমবার ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনার gms.dscc.gov.bd - ওয়েবসাইট উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

এদিন ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা ছাড়াও সম্পত্তি তথ্যভাণ্ডার ব্যবস্থাপনা সফটওয়্যার এবং স্মার্ট মামলা ব্যবস্থাপনা অ্যাপসের উদ্বোধন করেন তিনি।

ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে আজিমপুর কবরস্থানকে নিয়ে করা হয়েছে। যার মাধ্যমে আজিমপুর গোরস্থানে দাফনকৃতদের তথ্যভাণ্ডার তৈরি করার কাজ চলমান রয়েছে। এখান থেকে দাফন সনদ সংগ্রহ করা যাবে। কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এই সফটওয়্যার থেকে পাওয়া যাবে।

ঢাকা দক্ষিণ সিটির ওয়েব পোর্টাল www.dsec.gov.bd অথবা সরাসরি gms.dsec.gov.bd এই লিংকের মাধ্যমে প্রবেশ করা যাবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর