২৫ জুলাই, ২০২৩ ২১:২৩

তিস্তাপাড়ে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তাপাড়ে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

তিস্তাপাড়ে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর জনসভায় তিস্তায় ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ ঘোষণার দাবি জানিয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে তিস্তাপাড়ের মানুষ।

মঙ্গলবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর উত্তর পাশে লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী’র সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য দুলাল মিয়া, মনোয়ারুল, রমজান, আমান, স্থানীয় বাসিন্দা আফজাল মিয়া, আবুল কাশেম, মজিবুল হকসহ অন্যরা।

লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, শেখ হাসিনা সেতু থেকে বিনবিনার চর পর্যন্ত ৬ কিলোমিটার পর্যন্ত বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর তিস্তা নদীর ভাঙনে ঘরবাড়ি, স্কুল-মাদ্রাসা, রাস্তাঘাট, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই চরাঞ্চলে দরিদ্রতার হার বাড়ছে। সরকার মাত্র ৬ কিলোমিটার বাঁধ দিলে তিস্তাপাড়ের ৫ লক্ষাধিক মানুষ উপকৃত হবে এবং নদী তীরবর্তী ও চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর