৩১ জুলাই, ২০২৩ ১৮:৪৭

শোকাবহ আগস্ট: রক্তদান করবে ১৫১ জন কৃষক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

শোকাবহ আগস্ট: রক্তদান করবে ১৫১ জন কৃষক লীগ নেতা

আগামীকাল শোকের মাস আগস্ট মাস শুরু। এই মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছে ইতিহাসের ভয়াবহতম হত্যাকান্ড ও নারকীয় গ্রেনেড হামলা। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। এই মাসটিকে শোকাবহ মাস হিসেবে পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতি বছরের ন্যায় এবারও কৃষক লীগের ১৫১ জন নেতা রক্তদান ও আলোচনা সভার মাধ্যমে মাসটি শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীনরা।

কৃষক লীগ সভাপতি সমীর চন্দ জানান, কৃষক লীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তর- দক্ষিণ ও জাতীয় কমিটির ১৫১ জন নেতা রক্ত দান করবেন। এছাড়া কৃষক লীগের ৭৮ টি সাংগঠনিক জেলা ও ৫০২টি সাংগঠনিক উপজেলার নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিবেন। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জাতীয় কমিটি নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দসহ ২ হাজার ৫শত নেতাকর্মী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরমধ্যে সকলের করোনা পরীক্ষা করা হয়েছে।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন ন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে আমরা রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করছি। আমরা আগামীকাল প্রত্যুষেই কালো ব্যাস ধারণ করবো। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা আলোচনা সভা করবো। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালন করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর