২১ আগস্ট, ২০২৩ ১৫:০৪

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর কারাদণ্ড

১০ বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত ২ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিদার হোসেন সজিব, ইসহাক, ইউসুফ আলী, মোজাহিদুল ইসলাম, আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ।  

আসামিদের মধ্যে ইসহাক ও আওরঙ্গজেব জামিনে ছিলেন। এদিন তারা আদালতে হাজির হন। তবে রায় ঘোষণার আগেই আদালত থেকে চলে যান তারা। পরে আদালত তাদের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর চার আসামি শুরু থেকেই পলাতক।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর