২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৫

প্রাচীনা ইয়োগা ‘ঢাকা ইয়োগা এন্ড ওয়েলনেস ফেস্টে অংশ নিচ্ছে

অনলাইন ডেস্ক

প্রাচীনা ইয়োগা ‘ঢাকা ইয়োগা এন্ড ওয়েলনেস ফেস্টে অংশ নিচ্ছে

দেশের সাধারণ মানুষের মধ্যে প্রাকৃতিক পদ্ধতিতে জীবনযাপনকে উৎসাহিত করতে এবং ইয়োগা ও ওয়েলনেস প্রশিক্ষকদের কার্যক্রম সর্বসাধারণের কাছে তুলে ধরতে শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘ঢাকা ইয়োগা এন্ড ওয়েলনেস ফেস্ট ২০২৩’ আয়োজন করছে। 

প্রাচীনা ইয়োগা এবং এর প্রতিষ্ঠাতা রুমা চৌধুরী ‘ঢাকা ইয়োগা এন্ড ওয়েলনেস ফেস্ট ২০২৩’-এর সক্রিয় অংশীদার হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে এতে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে। এই অনুষ্ঠানে ইয়োগা ও প্রাকৃতিক জীবন নিয়ে আগ্রহী-উৎসাহী যে কেউ যোগ দিতে পারবেন বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, প্রাচীনা ইয়োগা কিছুদিন আগে ‘আন্তর্জাতিক ইয়োগা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছে এবং মিরপুর স্টেডিয়ামে অংশগ্রহণকারী সর্বসাধারণ মানুষের জন্য ইয়োগা প্রশিক্ষণ নিবেদন করেছে। 

প্রাচীনা ইয়োগা দেশে শুদ্ধ ইয়োগার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ঢাকা বসুন্ধরা স্টুডিওতে বিশেষ মাসিক ইয়োগা কার্যক্রম পরিচালনা করছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর