২ অক্টোবর, ২০২৩ ১৫:০৩

বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক

বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ফাইল ছবি

রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো জিপিও এক কর্মীর। তার নাম রফিকুল ইসলাম মো: তারিক(৪৭)। 

রবিবার রাতে বনানীর কবরস্থানের পাশে উড়াল সেতুর নিচে রেল লাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সে সময়ে মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। 

ঐ সময় ঢাকা কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুর গামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শ্রী সুনিল চন্দ্র সুত্রধর। 

তিনি বলেন, আমরা সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

মৃতের ভাই হাসিবুল হাসান মো: তারিক বলেন, ভাই জিপিও তে সুপারভাইজার পদে চাকরি করেন। বর্তমানে তিনি রাজশাহীতে কর্মরত ছিলেন। কয়েক দিন আগে কাজে ঢাকায় এসেছিলেন। তেজগাঁও জিপিও কোয়ার্টারে ছিলেন। 

তিনি বলেন, ভাই ডায়াবেটিস রোগী। খাওয়া দাওয়ার পর হাটতে বের হয়। হয়তো হাঁটতে বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার শিকার হয়েছেন।
 
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেখের দাইড় গ্রামের মৃত আব্দুল গাফ্ফার এর ছেলে।  ময়নাতদন্তের পর সোমবার স্বজনরা মরদেহটি নিয়ে যান। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর