১৬ অক্টোবর, ২০২৩ ২০:৫০

রাজপথ ছেড়ে যাব না : টুকু

নিজস্ব প্রতিবেদক

রাজপথ ছেড়ে যাব না : টুকু

বক্তব্য দিচ্ছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‌‘সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে থাকব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত, ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যুবদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকব, রাজপথ ছেড়ে যাব না।’ 

আজ সোমবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। 

সোমবার দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হলেও সকাল ১০টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তখন তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। দুপুর ১টার মধ্যেই কাকরাইল, নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড়ের রাস্তার পাশে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়।

টুকু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে আর কারো কারো পিঠের চামড়া থাকবে না।’ 

এ সময় তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মুক্তির দাবিও জানান। 

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল আকিল, জাকির হোসেন নান্নু, গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
  
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর