২৪ অক্টোবর, ২০২৩ ২৩:৪২

নিউমার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

নিউমার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ড

সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট থানাধীন বিশ্বাস বিল্ডার্স নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ৮টা ১০ মিনিটের দিকে ভবনটির ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের মাত্রা অল্প হওয়ার কারণে মাত্র ২৫ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ১৭ তলা বিশ্বাস বিল্ডার্সের ভবনটির ২য় তলার ২২ নম্বর দোকানে আগুন ধরে গেলে মার্কেটের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের তাৎক্ষণিক ব্যবস্থার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। দোকানটির নাম টপার এন্টারপ্রাইজ। এটি ভ্যারাইটিজ পণ্যের পাইকারি দোকান। এছাড়া ভবনটির ১ম তলা থেকে ৫ম তলা পর্যন্ত বিভিন্ন পণ্যের মার্কেট এবং বাকি অংশে আবাসিক বাসিন্দারা থাকেন।

পলাশী ফায়ার স্টেশনের ইনচার্জ জিনাস রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ভালো থাকায় ভবনে থাকা দোকানিরা আগুন নেভানোর কাজ করেন। আমরা এসে বাকিটা নিয়ন্ত্রণে আনি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর