৩১ অক্টোবর, ২০২৩ ১৯:৩০

কদমফোয়ারার সামনে বাসে আগুন

অনলাইন ডেস্ক

কদমফোয়ারার সামনে বাসে আগুন

কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের। গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বাসের চালক বলেছেন, ‘পল্টন মোড় থেকে ৫ জন লোক গাড়িতে উঠে প্রেসক্লাবের সামনে নেমে পড়ে। নামার পরে আগুনের উপস্থিত টের পায় বাসের অন্য যাত্রীরা। বাসে প্রায় ১৮ জন যাত্রী ছিল, তারা সবাই লাফিয়ে নেমে যায়। মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে আসে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, হাইকোর্টের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর