৩ নভেম্বর, ২০২৩ ১২:৩৭

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৬৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অগ্নিসংযোগ, বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ৬৮ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

বিষয়টি আজ শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মোস্তফা। 

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির-৩ বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল থানা বিএনপির শীর্ষ নেতাদের এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সানারপাড়, শিমরাইল এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় বিএনপি নেতাকর্মীরা কয়েকটি বাসও ভাঙচুর করে। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গােলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর