৪ নভেম্বর, ২০২৩ ২২:১৬

রফিকুল ইসলাম মাদানি কারামুক্ত

গাজীপুর প্রতিনিধি

রফিকুল ইসলাম মাদানি কারামুক্ত

রফিকুল ইসলাম মাদানি। ফাইল ছবি

‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আজ শনিবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর তা যাচাইবাছাই শেষে রাত ৮টার দিকে রফিকুল ইসলাম মাদানিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

ডিজিটাল নিরাপত্তা আইনে, বিস্ফোরক দ্রব্য আইনে ও সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। এ কারাগারে তার হাজতি নং-১৩৩৫/২১।

রফিকুল ইসলাম মাদানি (২৮) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত শাহাব উদ্দিন সাহেব আলীর ছেলে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর