শিরোনাম
৫ নভেম্বর, ২০২৩ ১২:০১

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

অনলাইন ডেস্ক

গাবতলী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

ফাইল ছবি

বিএনপি-জামাতের দু’দিনের অবরোধে গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। অলস সময় কাটছে ড্রাইভার, হেলপার, কলার বয়সহ হকারদের।

জানা যায়, রবিবার (৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত  গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। অধিকাংশ কাউন্টার বন্ধ। কোনো যাত্রীও নেই। দুয়েকটি কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়ার সম্ভাবনা কম।  

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণত ঢাকা এক্সপ্রেসের তিনটি বাস ঢাকা-উত্তরাঞ্চলে চলাচল করে। অবরোধ কারণে কোনো গাড়িই ছাড়ছে না। 

গাবতলীতে বাসটির কাউন্টার ম্যানেজার আল আমিন বললেন, অবরোধের কারণে বাস ছাড়ছি না, কোনো যাত্রীও আসছে না। আগের হিসাব নিকাশ করার জন্য কাউন্টার খুলে বসে আছি। হিসাব করছি, আরও কিছু কাজ আছে, শেষ করে চলে যাব। আশপাশের ১৮টি কাউন্টারের মধ্যে খোলা মাত্র তিনটি।  

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর