১৮ নভেম্বর, ২০২৩ ১৭:৫৭
‘বিএনপি-জামায়াতের কোনো উপায় নেই’

নৌকায় ভোট চাইলেন সজীব ওয়াজেদ জয়

সাভার প্রতিনিধি

নৌকায় ভোট চাইলেন সজীব ওয়াজেদ জয়

বক্তব্য দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়

দেশের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত বিদেশে প্রচুর লবিং করছে। তারা জানে, সব জরিপে আমরা এগিয়ে। বিএনপি-জামায়াতের কোনো উপায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণের উন্নয়ন হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিএনপি-জামায়াত জানে শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড। তাদের কাজই হচ্ছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা।’

আজ শনিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র সপ্তম আসরের চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণের পর এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেন, ‘অনেকেই মৌলবাদীদের, সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে। যেহেতু নির্বাচন সামনে, আমি আপনাদের অনুরোধ করব, এদের কথায় কান দেবেন না। বিশেষ করে আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত নির্বাচনের আগে অনেক বেশি কথা বলা শুরু করেন। ঠিক তখনই এই সন্ত্রাস, সংঘর্ষ, জ্বালাও-পোড়াও শুরু হয়। তার মানে কী? তাদের এরাই উস্কে দিচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে, তারাও চুপ হয়ে যাবে। আর বেশিদিন নাই, মাত্র দেড় মাস। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে একটিই উপায়। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেবেন।’

এবার ৬টি ক্যাটাগরিতে মোট ১২টি সংগঠনকে প্রদান করা হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর