২৫ ডিসেম্বর, ২০২৩ ২১:৪৬

কালীগঞ্জে বড়দিনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জে বড়দিনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার কয়েকটি খ্রিস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী মেহের আফরোজ চুমকি। এ ছাড়া আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রাথী ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি মো. আখতারউজ্জামানও শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমববার সকালে তুমলিয়া ধর্মপল্লীতে প্রার্থীদের স্ব-স্ব নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে খ্রিস্টান নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় তারা কেক কেটে ধর্মপল্লীর ফাদার ও খ্রিস্টান নেতৃবৃন্দকে খাইয়ে দেন।

তুমলিয়া ধর্মপল্লী ছাড়াও তারা উপজেলার পাঁচটি ধর্মপল্লীর ফাদার ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ও কেক কাটেন।

এ সময় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাইলে এবং আমরা সবাই মিলে বাচঁতে হলে ও দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে আবারও সামনে নিয়ে আসতে হবে।

আখতারউজ্জামান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে, সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর