রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত আরও দুইজন বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের স্থানান্তর করা হয়েছে। এর আগে তারা দুইজন মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই দুইজন হলেন ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।তিনি বলেন, ‘আমাদের এখানে নতুন করে দু’জনসহ ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে হালিমা বেগম (৫০) আইসিইউতে ও ওয়াহিদা (২৬) এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, গত রাতে আসা শিশুসহ আটজনকে এইচডিইউতে রাখা হয়েছে। আহতদের মধ্যে সকলেরই কমবেশি শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাকিরা হলেন ডেইজি আক্তার রত্না (৪০), তার স্বামী মো. ইকবাল হোসেন (৪৮), তাদের দুই ছেলে রেহান (৬) ও দিহান (১১) এবং ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মাসুদ রানা (৩১), আসিফ মো. খাঁন (৩০)।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ