শিরোনাম
৭ জানুয়ারি, ২০২৪ ১০:২৯

শেরেবাংলা আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ধীরে ধীরে আসছে ভোটার

নিজস্ব প্রতিবেদক

শেরেবাংলা আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ধীরে ধীরে আসছে ভোটার

শীতের সকালে ভোটারের উপস্থিতি কম

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শীতের সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুই একজন করে ধীরে ধীরে ভোট কেন্দ্রে আসছে।

রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা আইডিয়াল হাইস্কুলে দেখা যায় এমন চিত্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটার বাড়বে বলে আশা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার।

ভোট দিতে আসেন ৬৮ বছরের আর নেওয়াজ বেগম। ভোট দিলেন নিজের পছন্দের প্রার্থীকে। তিনি বলেন, নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে এসেছি। ভোট দিলাম। কেন্দ্রের পরিবেশ অনেক ভালো।

প্রিজাইডিং অফিসার তুহিন ইসলাম বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা আসতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বাড়বে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর